স্বার্থে মোহে হ’লে মাতাল ,
সদাই সমাজে গোলে বিষ-হলাহল ।
ধনী-মানী-বা সজাগ-জাগ্রত ,
নিজ লাভে আচরণে আবদ্ধ, অবিরত ।


পাপ পদে পিষ্ট এ সুন্দর ধরা
রূপে মুনাফাখোর ,সারা মূল্য লোটে- তারা ।
দেশ মঙ্গলে নীচতলার যাঁরা
প্রতিকুলে কুর্বানি করে-করে আত্মহারা !
জলহীন বৃক্ষ, মাঠে যায় মারা ,
যেন শুষ্ক নীরস হচ্ছে ধরা, মানবতা সারা ।


শহীদবেদী আজ অশ্রু ঝরায়
মানবমূল্য অধঃগতি দিনদিন দেখি ক্ষয় ।
লোভী তৎপর লুটিতে সিন্দুক ,
সে সুযোগ খোঁজে,পর কাঁধে রাখিতে বন্দুক ।


(ইং- ১৬-০২-২০২০)