নিয়ম-শৃঙ্খলায় উন্নত দেবতা
বীরত্বে ভরা তাঁদের গাথা ।
দানব জানে না তাল ছন্দ
অপগুণ ভরা আপসে দ্বন্দ্ব ।
কোন কালে দানবরা মিলে
দেবের রাজ উপড়ে ফেলে ।


সুযোগ্য, সুবিজ্ঞ, নীতি ধর
দেবতা বিতাড়িত স্বর্গ-ঘর ,
ছল-চাতুরীর নিয়ে আশ্রয়
প্রতি কাজে দেবের জয় ।
ভাবুক করে ওঁদের বিচার
কোথা সৎ-সত্য আচার ?


(ইং-০৪-১১-২০১৯)
**-এখানে ব্যঙ্গ করা, আসলে যুদ্ধে দেশ জয়ে মানুষ মারায় ,বিপুল পুঁজি জড়োতে সৎএর কোন ভূমিকা নেই ! কেহ সততায় বিপুল অর্থের মালিক তা হয় না । আবার দানবের কাজ সফল হলে ও বাহবা দেওয়া যায় না ।