সাবাস ! সাবাস ! সরকার । সে স্পষ্টবাদী
জনতারে মোহিত করে আজ একুশেসদী ,
উৎকৃষ্ট-নীতি ধারক ,ধনীকতন্ত্রের আদি ।


লুকিয়ে-চুরিয়ে- ছুপানো কথাকাজ নয় !
প্রকাশ্যে ভোটকালে সবকিছু বলা হয় ,
সততায় জলের মত দূর করে- সংশয় ।


দেশের ধন, ধনীর হাতে দেবেই তুলে
কোন ভাবেই এ বিচার যাবে না ভুলে ,
সে কর্মে চাক্ষুষ দেখাবে, শাসন পেলে ।


সস্তায় উদ্ধার দাহকার্য, ব্যয় হতে মুক্ত ,
কবরের জন্য খুঁড়তে হবে না আর গর্ত
সরকার নেবে পরলোকের দায়-দায়িত্ব ।


আপসে ধর্মে, ঊৎপন্ন হবে না ভ্রম
উঁচু মূর্তি হবে, খাজনাপাতি না কম ,
পূজো পার্বণে মাইক বাজবে হরদম ।


শুধু ধৈর্য্য ধরে মান্য করিবে ‘মনুবাদ’
দেশে নাম গন্ধ থাকিবে না- সাম্যবাদ ,
জাতপাত, অন্ধবিশ্বাস, পুনঃ হবে আবাদ ।


(ইং- ১১-০২-২০২০)
আদি > অভ্যস্ত , আদতে ।