জটিল যুগ, জটিলতায় ভরা ব্যবস্থা,
      তার মাঝে বাঁচায়-বাড়া
সাধারণ জ্ঞানে, পথ খোঁজা নয় সস্তা ।
বিশ্বময় পরিবর্তন অনেক ভুরি-ভুরি
       নব্যমন্ত্র মনে দেয় নাড়া ,
শিক্ষার সাজ, খেলায় মাতা, লুকোচুরি ।


প্রতিকাজ সম্পন্নে চাই জটিলতম গুণ ,
       বাহিতে গহিন গাঙে নাও
নিত্য নয়া জ্ঞানে চাই শিক্ষায় জুনুন ।
সে গতমত্ ,-ঠিকমত কাজে আসে না
       রূপে অপূর্ব যদিও তাও ,
কর্ম সম্পাদনে মেলে কত জ্বালা যন্ত্রণা ।


ভাঙন ধরা নদীর ভাঙা পাড়ে দাঁড়িয়ে
        করজোড়ে ডাকা প্রভু ,
আস্থা-ভাবনায় নিমজ্জিত, যাই হারিয়ে ।
এ সাজ, সলিল সমাধি মনে হয় আজ -
         এ দশা ভাবিনি কভু ,
কত ডাকি প্রভু, তবু মাথায় পড়ে বাজ ।


(ইং-২২-০৪-২০২০)
*-জুনুন > আগে বাড়ার তীব্র স্পৃহা ।