আজকাল রাজার গুণ বড়ো মজাদার
ওস্তাদ, অসামান্য বলার ক্ষমতা তাঁর ,
কত লোক দেশে । কি করে চলে পেট -
বিফলতা কাজে, তার দেখি না খেদ ।


ঢাল তলোয়ার না ধরেই । হুকুম জারি -
কেড়ে নাও ভুখার খাবার, বর্তন-হাঁড়ি ।
রাস্তায় ফেলে, ফলাও শুধু রাজনীতি ,
সবার মনে ভরো সুযোগে দুর্যোগ ভীতি ।
বর্দির লাঠিয়াল রাখো, পথে পাহারায় -
আর্ত তার স্বাদ, উপহারে বাদ না যায় ।


জনতা একরাষ্ট্র ,আপনত্বে দেয় ভোট ,
দুর্দিনে না লাঘব কষ্ট, বাড়ে ক্ষত-চোট ।
পুনঃ, ভোটকালে নিয়তি নিয়তি বলা -
এই তো আসল রাজা, চলে তাঁর খেলা ।


(ইং-১৮-০৫-২০২০)