দয়ার সাগর, জ্ঞানের সাগর, বিদ্যাসাগর
মনন-চিন্তন কর্মগুণে জ্ঞাত তিনি সসাগর ;
মূলমূল্য সমাজ জ্ঞান, জ্ঞানই যাঁর মান
তিনি কর্মযোগী, অতি মহৎ তাঁর পরাণ ।


বহুকালের জড়তা, অকাজের জঞ্জাল
একা শুধু একা, সব করেন বেহাল ।
রূঢ় সমাজ কুসংস্কার ভরা,- অন্ধগলি ,
পরিশ্রমে দূর করেন জ্ঞান-প্রদীপ জ্বালি ।


সহিষ্ণুতা, দৃঢ় সদেচ্ছাশক্তি করে সম্বল
কঠোর কৃচ্ছ্রসাধনে ব্রতী, ত্যাগে অন্নজল ।
পরাধীনতার হীনতায় ছিলেন না মোহ্যমান ,
আজ গর্বে ভরা মান, দিগবিদিক আশমান ।


(ইং-২৬-০৯-২০১৯)
**-শ্রদ্ধেয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০-তম শুভজন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ।