দেশে ভরমার- ইঁদুর ধরার যন্ত্র-কল ,
যোগ্যরা প্রচুর, কাজে ও তাঁরা সফল ।
কিছু ছদ্মবেশী সাজগোঁজে নামী-খল
তারা বেতালে বাজায়, বেসুরা মাদল ,
মাঝখানে ঘোলায়, স্বার্থে স্বচ্ছ- জল
তাই তো আজ কলগুলি হয় বিকল ।


খরচাপাতি তেল ইন্জিনে মেলে অঢেল
তবু সময়ে চলে না যাবতীয় ‘মেল’,
আছে রুখে পড়ে প্রতি স্টেশনে সে-রেল
এ কী চক্রান্ত ? কারা করে এসব খেল ।
ধারায় বসেবসে ক্ষুর। সিঁধ কাটা ইঁদুর ,
দিকে দিকে আজ সংখ্যা বাড়ছে প্রচুর !


চারিদিক হাজির ধাপ্পাবাজীর নানা কাণ্ড্
ধোঁকার তরে গড়ছে বেশুমার চিটফাণ্ড ।
মন্ত্রী আবার সায় দেয় ভাষণে তোষণ
ইঁদুর তারা যে করছে সুযোগে শোষণ ,
তাই ধরা পড়ে না- তারা কলে যাঁতায়
কারা যেন ছুটভাই, ইঁদুরগুলো বাঁচায় ।
দেশে নেই তৎপরতা ইঁদুর ধরার চল
অধরা ইঁদুর ! কল-ফাঁদ সব বিফল ।
*-বেশুমার > প্রচুর
(ইং-০৫-০২-২০২০)
রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি)০৫/০২/২০২০, ২০:৪৩ মি:
“ইদুর মারা কলের বড় প্রয়োজন এখন ।”


প্রিয় ভগিনীর গতকালের আমার কবিতা “ইন্দুর” তার উপর
সুন্দর মন্তব্য পেয়ে- মুগ্ধ হয়ে , আজকের কাব্যটি তাঁর সম্মানে উৎসর্গ করিলাম ।