পশু, বাঁচেমরে দৈহিক তাড়নায়
স্বভার চরিত্র ঘৃণ্যভোগ্য কামনায় ।
যুগ-যুগ,শ্রেষ্ঠত্বের চলিছে লড়াই
পশুর ব্যবহারে স্বার্থভাব সদাই ।


প্রেম ও ভালোবাসা পশুত্ব সুলভ
জাতে হোক না- সে নির্বোধ-গর্ধভ ।
অজ্ঞানী, অভাবিত সুদিন, অগ্রগতি
তার অচিরে কপালে ঘনায় দুর্গতি ।


ভবের মনুষ্য মাঝে কিছু চালবাজ
তারা আজো চায় পশুত্ব বর্বর রাজ ।
সে রাজে বেচারা ভালরা ফেঁসে
তাঁদের স্থিতি কষ্টময়- সর্বনেশে !


(ইং-১৯-০১-২০১৯)