জলে, বনে, তারা ছোট ছোট প্রাণী ,
শত্রু কবলে অসময় হয় প্রাণহানি ।
সহ্যতে গরীব, সদা বড়োর প্রহার  
পরম্পরাগত নিয়মে চলে সংসার ।


মানুষের মাথায় একদা গজায় হুঁশ
তারা এ মহান বিদ্যা ধরে মহাখুশ -
আবহমান কাল ছলের ছল- চালাকি ,
এ জ্ঞান ধরে দুর্বল ’পর, কত ফাঁকি ।


বিছায় সর্বত্র বিনেসুতোর অদৃশ্য ফাঁদ
ফাঁসে, আবাল-বৃদ্ধ-বনিতা নয় বাদ ।
কালে, ধূর্ত, শোষণে লাভবান অগাধ ,
পূঁজিতন্ত্রে এই নিয়মে, ধনীরা আবাদ ।


(ইং-১৪-১০-২০১৯)