যুগটা রচা নিজের করে
ভাঁড়ের ভড়ং রাজত্ব ,
সবার তরে যাঁরা খাটছে
ক্ষুধায় কাতর আহত ।
তোষামোদীরা কেষ্ট সেজে
মোহন বাঁশী বাজায় ,
ধান্ধাবাজির সুগম পথে
উৎরে দিব্যি যায় ।


খলের সামনে ঘোলা জল
মাছ ও বেশ মেলা ,
হীনতার সদব্যবহার
করে নাকো হেলা ।
ধূর্ত ছলেরা মহাত্যেজা
শাসনকল নাড়ে ,
ছল-চাতুরী-কৌশলে
স্বার্থ কর্ম সারে ।


সাথে আছে রাজভঁপু
হুক্কা হুয়া ডাকে ,
সে সাড়ায়- তার জাতিরা
সারা দেশে জাগে ।


(ইং-১৭-০৪-২০২০)