মাত্র ক’দিন আগে, দু’দুটো বিশ্বযুদ্ধ ঘটে অল্প ক্ষণে ,
তারপর ও আরো ভয়ংকর ঘনিভূত যুদ্ধ দিনে দিনে !
মনোবিকারে অস্থির হঠধর্মী পাখণ্ডমত জন সাগরে ,
দয়া মায়াহীন উত্তাল ঊর্মি ভরে চতুর্দিক সমাহারে -
লোভ-লালসায় মুনাফা, ফন্দিবাজির মতলব এঁটে ,
স্বভাবে সুযোগ সন্ধানী ওত্ পেতে বসে রাস্তাঘাটে,
সে কি পরম প্রাপ্য, স্বার্থে বিজয় পেতে দম্ভ, মোহ !
মানব মনঃ-মস্তিষ্ক মানবতার খোলস ছেড়ে উদাহ ।


কালোমেঘাড়ম্বরে প্রবুদ্ধ সাহস হারিয়ে যেন ভীত ,
হুহু করা মরুঝড় তাঁর কোমল বক্ষে বাড়ায় ক্ষত ।
জানি শান্তির পূজারী তাঁরা প্রাণ দিয়ে সদা চায় শুভ ,
এ কাজে কঠোর পরিশ্রম সেবা তাঁরা দানেন অহরহ ।
তাঁদের মহান দান যবনিকার পশ্চাতে অদৃশ্য কত ,
তবু তাঁরা মৌন, সেবা কাজে গর্বিত, হন না আহত ।
আজ উন্নত সুবাসিত ফুলসম কিছুটা সমাজ কানন ,
তাঁরাই অজ্ঞাত দানী, সমাজ কল্যাণে সে বন্ধু জন ।


(ইং-১৩-১০-২০১৯)