বিপদ কালে মতিভ্রম, মানি ,
তাই বলে কী শোভা পায় -
সঠিক-আসল না জানায়
এই দুর্দিনে বৃথা হানাহানি ?
সর্বস্তরের মহান মানবে পাটা বিশ্ব ,
ত্যাগ, সেবায় তৎপর অজস্র শিষ্য ।
কারো হৃদয় এমতঃ কঠোর না
জেনে-শুনে ছড়াবে “করোনা” !


সাধারণ গেঁয়-আচরণ, নির্বুদ্ধি মন ,
এ কী, বিপদ কালে নির্ণয়ের ধরণ ?
যে মহান সে তার ক্ষমতায় বড়ো
সত্য । সে তাঁর অর্থ,শক্তিতে দৃঢ় ।
বড়ো হওয়ার মূল কারণ
তার গুণ, যোগ্যতা, বেশী ,
তাই বলে কী, দুঃখীরে গঙ্গার ঘাটে
যতো শীঘ্র অন্তিম গতি যা’তে ঘটে-
পাঠাতে হবে চিরতরে ঐ গয়া-কাশী ?
ট্রম্পের আজ ভাবনায় ধরেছে ঘুণ-
এ দম্ভ-সংস্কার, ফাঁকা জুনুন ।


(ইং-১৭-০৪-২০২০)
*-জুনুন > তীব্র উৎকর্ষ , আগে বাড়ার প্রবল ইচ্ছা ।
বিশ্বস্বাস্থ্য সংগঠন- WHO- এর কাজে মোটা টাকার অংশ US দেয় ।
ট্রম্প, তা’ বন্দ করে দিলে,- “হু” -এর প্রমুখ (তেদরোস আধানোম গেব্রিয়াসুস) দুঃখ প্রকাশ করেছেন ।
(এখন এ দুর্যোগে যেই বিপদে, তার তরে সহানুভূতি প্রকাশ করার সময় । )