ভ্রমরকুলের বাহার
মোঃ ইব্রাহিম হোসেন
পাগলপারা ভ্রমর সব,
ধরাধামে আল্লাহ নামে
গুনগুন গুন কলরব।
মধুই মেশা লাগছে নেশা
সুরভিত ফুলের ঘ্রাণ,
দিশেহারা উড়ছে তারা
গাইছে মধুর সুরে গান।
বাগান ভরা জোড়ায় জোড়া
বসছে পাখি গাছের ডাল,
ভ্রমরকুলে ফুলের মূলে
মধুর টানে আজ বেহাল।
সবাই মিলে খুশির দিলে
ঘুরছে দিয়ে পাখায় ভর,
এই আহরণ মধুর বরণ
সয়না যে আর প্রাণে ত্বর।
ফুল ফুটেছে কী ঘটেছে?
আজকে বড়ই মনের সুখ,
মৌচাকে তাই ন্যস্ত সবাই
ব্যস্ত কাজে মিষ্টি মুখ।