ঝমঝম ধ্বনিতে যেন বাজছে নুপুর
বৃষ্টিমুখর এ অলস দুপুর,
বিরহী মনে রবীন্দ্রের সুর
আহা! লাগছে মধুর ।


কান্না ভেজা রুপোলি চোখে
হারানোর অদৃশ্য শোকে,
জল মিশছে নাকে
শুন্যতা হাহাকার বুকে ।


কলরব সব,মুছে গিয়ে হয়েছে শান্ত
হৃদকোণে জোগায় ধারণা সব ভ্রান্ত,
আসবে কি ফিরে?ছেড়েছে যে এই প্রান্ত
যার প্রতিক্ষার ব্যাকুলতায় হয়নি ক্লান্ত ।


ভুল হলেও তার বলেছি করেছি আমি
তার বাক্যই ঠিক উত্তম বলেছি দামি,
আপনা নিচ হয়ে করেছি তাকে নামি
আজ সত্য সেটাই তার বলা আমার নিছক পাগলামি ।


বিনিময়ে আশার খেয়া ডুবিল ঘাটে
আমার পণ্য বেঁচে অন্য হাটে,
শুনেছি যা হয়তো সত্যি বটে
ভুলিনি তোমায় থাকো স্মৃতিপটে ।


উফ! বৃষ্টি তুমি ঝরে পড়ো একা
শত্রু নাকি তব দাওযে আমায় ধোঁকা,
আমার অতীতের সাথে কিসের এত সখা
এসেই তুমি তার সাথে করে যাও দেখা ।


কেবা বলেছে তোমায় অতীত ভাবাতে
বলেছি কি আমি অতীতে জড়াতে,
এতো ইচ্ছে কেন তোমার আসো কাঁদাতে?
বুঝিনা আমি,পারবে কি বুঝাতে?


করছি বর্ণন, শোনো দিয়ে মন
সাবেক স্মৃতি ভুলতে চাই যখন,
বিরহী মনে দিও না তার বিজ্ঞাপন
চাইবোনা তবে তোমাকেও সূর্যতাপে আসলেও শমন ।