মেজারহীন সেফটিপিন
জং ধরে অশালীন
দাঁত ভাঙা চিরুনিতে
যৌবনেরা হয়েছে ক্ষীণ,


আকর্ষণের কেন্দ্রবিন্দুতে
হেঁটে যাওয়া টালমাটাল পায়ে;
পরিযায়ী রোদ পৌছেছে
শেষের গন্তব্যে,


ঋজু বক্রতা
কিছু আলোচনা
অ্যাডমেকিং ও সিনেমা
দীর্ঘস্থায়ীর পথে..
স্টপওয়াচের থামার অঙ্গীকারে
টিআরপিতে হৈচৈ
রেটিং পয়েন্ট জানে -
' সবাই তেলা মাথায় তেল চায় '


তারপর একটা ' গিলি গিলি গে '
ম্যাজিকের মন্ত্রচ্চারণে সবাই
নামতা শিখেছে,
ভ্যানিসের উপকথায়
সময় কত কি বলে যায়..
ফটোশপে আঁধার নামে,


ভ্রাম্যমান সময়ে
বলার আর কিছু নেই
তবু বলছি...


আমার প্রতীকি খারাপ সময়
ঝড় হয়ে যাও বনে..
আমার ভালো সময়ের প্রতীক
প্লিজ, সুখ হয়ে যাও মনে..


ঘুম এনে দাও চোখে,


তুমি অনামি-কা হয়ে ।