কবিতা :- ২০০তম জন্মদিনে
             মনোজ ভৌমিক


১২ই আশ্বিন হারিয়ে গেলো ২৬শে সেপ্টেম্বরের ভিড়ে!
২০০তম জন্মদিনটা পালিত হলো সোশ্যাল মিডিয়া জুড়ে!!
ইংরাজিটা ভাই সবার আগে, বলছে এখন ওরা।
তাই বুঝি আজ ' বর্ণ পরিচয় ' হয়েছে মুখপোড়া!!


ওহে ভাষার স্রষ্টা,তুমি আবার জন্ম নাও দয়া করে
এমন একটি লিপি গোড়ো যাতে বাঙালীর মন ঘোরে।
মাতৃত্বের কান্না শুনি এখন বৃদ্ধাশ্রমের কোণে।
ভরা দামোদর তাই বুঝি আজ রয়েছে বিষন্ন মনে।


সংস্কারের বেড়াজালটা হয়নি তো নির্মূল!
অধঃপতনের রাস্তায় এখন প্রজন্ম দুলদুল।
কেমন করে টাঙাবে বলো বাংলায় সামিয়ানা!
মূর্তি ভাঙার কারিগর ওরা,শিক্ষায় অবমাননা।


সময় এখন ভুলতে বসেছে ভাব ভাবনা কাকে বলে!
মনুষ্যত্ব মানবিকতা পাশবিকতার ছলে।
বিদ্যাসাগর! বিদ্যাসাগর! কোরোনা মনে কিছু,
এবার যখন আসবে ধরায় বিচ্ছেদ জোড়ো শুধু।