কবিতা :-হোসলা
            মনোজ ভৌমিক


তীরে এসে তরী ডুবলে দু:খ তো হয়,
তার মানে এই নয়,এর নাম পরাজয়।
আগ্রাসী মনে জেগে ওঠে অসীম দৃঢ়তা,
হিসেবী খাতায় খুঁজতে থাকে আগামীর সফলতা।


কু- মন্তব্যকারীরা বুঝেও বোঝে না বিজ্ঞানের পরিভাষা,
বিজ্ঞানকে বুকে চেপে জানালেন আসন্ন বিজয় প্রত্যাশা।
অসম ভাবনার এ মহান হৃদয় আজকে বিরল,
চন্দ্র অভিযান তো তুচ্ছ,আগামীতে খুঁজবে মঙ্গলে জল।