কবিতাঃ - ইতিহাস বলে কথা
         মনোজ ভৌমিক

ডেবে নাও থেমে গেলো ঘর ভাঙা ঝড়,
অনেকে হারিয়ে গেলো,কিছু হলো পর।

হয়তো এলাম ফিরে কোনো নতুনের দিনে,
স্বাগত জানালে তুমি সেই পুরাতনী গানে।

আবার নতুন করে শুরু হবে বাঁচা,
নব রূপে গড়া হবে নড়বড়ে ধাঁচা।

ভীষণ আদর দিয়ে কাছে ডাকবে আমায়,
এসো গো বসোনা পাশে এ সময় বয়ে যায়।

দরজায় উঁকি দেবে সোনালী রোদ্দুর,
তোমার কন্ঠে জাগবে নতুনের সুর।

নির্মল মৃদু বায়ে হিয়া যাবে ভরে,
আকাশে দেখবে নীল দূর হতে দূরে।

তমাল পিয়াল বন দেখো সারি সারি,
বাবুই গড়বে বাসা তালে রকমারি।

ময়ূর ময়ূরী নাচবে সঘন বন মাঝে ,
পরিযায়ী কত পাখি আসবে হৈমন্তী সাঁঝে।

পাহাড়ের বুক চিরে ঝরবে অজস্র ঝর্ণা,
সমতলে হবে নদী সাগরে মিশে অনন্যা।

বিষন্ন দুপুরে ছায়া ঘেরা পুকুরের জলে,
মরাল মরালী মাছরাঙ্গা মাছধরা খেলে।

দিগন্তের সবুজের বুক ছুঁয়ে নামবে আঁধার,
টিমটিমে আলো জ্বেলে ঠাকুমার ঝুলি খোলবার।

আগ্রাসী সভ্যতা দস্তক দেবে হেথা চুপিসারে,
জন্মাবে হিংসা-দ্বেষ মানবতা ডুববে আঁধারে।

ঐ শৈশব কেঁদে যাবে অচেনার ভীড়ে,
শিক্ষাকে খুঁজবে তুমি আধুনিক সুরে।

ইতিহাস বলে কথা সভ্যতার নিয়ম বুঝি এই,
সৃষ্টি ধ্বংস হয় সময়ের আগ্রাসন স্বভাবেই ।