কবিতাঃ- জন্মদিনটাও আজ কোয়ারেন্টাইন
         মনোজ ভৌমিক


কবিতা এখন বিস্মৃত চোখে
উলঙ্গ সভ্যতার মুখপানে তাকিয়ে আছে!
সভ্যতা কিংকর্তব্যবিমূঢ়ের মত
মৃত দেওয়ালে পিঠ ঠেকিয়েছে,
বিগত কয়েক শতাব্দীতে সভ্যতার বুকে
কবিতা মানবিক চেতনার আঁচড় কেটেছে।
দাম্ভিক সভ্যতা প্রতিবারই
ওকে উন্নাসিকতার দৃষ্টিতে দেখেছে।
সেদিন বিমর্ষ রাত্রিতে রবীন্দ্র কবিতা
দর্শনের ছবি এঁকেছিলো আইনস্টাইনের চোখে।
আইনস্টাইনী বিজ্ঞান কবিতার রঙে
রাঙিয়েছিল বিজ্ঞানের পরিভাষা।
কিন্তু হায়! আগ্রাসী সভ্যতা
একনায়কত্বের উন্মাদনায় উন্মত্ত হয়ে
চারিদিকে ছড়িয়েছে বারুদের গন্ধ।
কবিতা দেখছে নীরব অভিমানে
পৃথিবী জ্বলছে অনিয়মের আগুনে।
আজ যখন রিক্তা পৃথিবী
প্রদূষণের বিষবাষ্পে পর্যুদস্ত
তখন বর্বর অসভ্যতা সৃষ্টি করলো ভয়ঙ্কর জৈবাস্ত্র।
কবিতা দেখলো লাগামহীন সভ্যতা
লক্ষ লক্ষ লাশের সামনে নীরব স্থপতি!
আজ কবিতার হাজারো প্রশ্নের অবতারণায় স্থবির আইনস্টাইন।
তাই বুঝি রবীন্দ্র জন্ম দিনটাও আজ কোয়ারেন্টাইন!!