কবিতা:- অতৃপ্ত যৌবন
              মনোজ ভৌমিক


মাটি ছুঁয়ে চলে গেছে সেই পুরুষালি রোদ,
ইলিশাগুঁড়িতে জাগে আবেশি মন-রোগ।
আফসোসে বসে থাকে ও কিন্নর যৌবন,
ওখানে ফোটেনি কদম, আসেনি শ্রাবণ।


নদীভরা জল নেই,নেই সেই কলতান।
উদাসী চেহারায় কাঁদে উপকূল প্রাণ।
বিকশিত হয়নি আজো ও মাধবীবিতান,
পিয়াসী ভ্রমর কাঁদে,গায়না সেই গান।


হেমন্তে শ্রাবণের কি বা প্রয়োজন?
প্রতীক্ষিতে দাঁড়িয়ে অতৃপ্ত যৌবন।