কবিতাঃ- শব্দ বিলাপ
✍️ মনোজ ভৌমিক


কিছু শব্দকে যেতে দাও রাস্তাতে,
আর কিছু ভাসুক না ঐ বর্ষাতে,
বাকিরা না হয় কবিতা হোক রাতে!


শব্দ যখন ঐ কবিতার রূপ নেয়,
ওরা তারা ভাবে সময়ের অপচয়,
তবুও শব্দের থাকে না তো সংশয়!


জন জাগরণে ঐ শব্দই ছিল যে একা,
প্রেমের প্রথম শব্দ কবিতাতে হয় লেখা,
শব্দ ওখানে ছিল সে সময়েরই সখা!


শব্দ এখন দ্বিধা দ্বন্দ্ব নিয়েই থাকে,
পুরানো কথার শত অবলুশি ফাঁকে,
শরৎ আকাশে শ্রাবণ মেঘকে দেখে!


সময় শব্দে আজ বড়ই অভিঘাত,
অস্তিত্ব রক্ষার চলছে যে সংঘাত,
কবিতার তাই ভুখা পেটে কাটে রাত!