কবিতা:- শতাব্দীর আমরাই জাদুগর
কবি:- মনোজ ভৌমিক


পাথর কিন্তু কোনোদিন বোঝেনি মানুষের সুপ্ত অভিলাষা,
মানুষই পাথরকে বুঝিয়েছে তাদের প্রাণের ভালোবাসা।
ক্ষয়িষ্ণু জীবনকে ধরে রাখার মানুষের ব্যর্থ ইতিহাস,
নির্জীব পাথরের মূর্তি ভেঙে মানুষ আজ নিজেই পরিহাস।


পাথরের বুক বেয়ে ফুটে ওঠা সময়ের দীর্ঘশ্বাস,
ইতিহাস মানলেও শাসকেরা তা করে না বিশ্বাস।
যুগ যুগান্ত ধরে চলে আসে রাজতন্ত্রের এ খেলা,
পাথরের কি বোঝে? মূর্তি গড়ার আসবে কোন বেলা?


সরব হও হাতুড়ি-ছেনি,জেগে ওঠো মূর্তি গড়ার কারিগর,
মূর্তি চূর্ণ হলে ক্ষতি কি?হিমালয় যে এখনো রয়েছে অনড়।
সময়ের আর্তনাদ বুকে নিয়ে ঘুমিয়ে গেছে অনেক পাথর,
ইতিহাস মুখ লুকোলেও,একবিংশ শতাব্দীতে আমরাই জাদুকর।