কবিতাঃ- সব শূণ্য
        মনোজ ভৌমিক


পৃথিবীর ইতিহাস খুঁজি একান্তে বিষন্ন মনে,
হয়েছি পাগল হয়তো বা মানবের প্রয়োজনে।
ঘর ছুঁয়ে যায় প্রভাতের মলিন রোদ্দুর,
অজস্র প্রশ্ন এ মনে, যেন ঢেউ তোলা সমুদ্দুর।


শতাব্দীর বিশ যেন বিষবাষ্প ছড়ালো আজ জগৎময়,
বিগত তিন শতাব্দীর বিশেও ছিল মহামারী সংশয়।


১৭২০শের বিষে বিশ্বত্রাসী হয়েছিল 'প্লেগ',
১৮২০শের বিষে ভয়ঙ্কর 'কলেরার' উদ্বেগ।
১৯২০শের বিষে বিশ্ব দেখলো 'স্প্যানিশ ফ্লু',
২০২০শে প্রাণঘাতী 'করোনায়' জগৎবাসী জুজু।


সময়ের আক্ষেপে যেন হেথা মহাকাল বিরাজে,
বিজ্ঞান কি বলবে বাস্তুতন্ত্র সাজছে নতুন সাজে!


হয়তো জীবন আলেক্ষ্যে লেখা আছে শতবর্ষে ধ্বংস কথা,
তাইবুঝি অলক্ষ্যে দাঁড়িয়ে নীরব আজ বিশ্ববিধাতা।
ভয় নেই,ভয় নেই,এ বিশ ছড়াবেনা আর কোনো বিষ,
বিগত তিন শতাব্দীর ঘেঁটে দেখো স্ট্যাটিসটিক্স।


আধিপত্যের নেশায় উন্মাদ এ বিশ্বে আজকে যারা,
ভাবতে হবে "সব শূণ্য" মানবতার জয়গান ছাড়া।