===================
বিমর্ষ গোধূলির এই বিষাক্ত ক্ষণে,
রক্তচক্ষু আকাশ ক্ষয় হীন যন্ত্রণায়,
সময়ের বুকে স্থির হয়ে আছে।
এসো না বন্ধু এখন, এসো না কাছে।
অভিবাধনের বাক্য এখন
চাবুকের ফলার মতো
তীব্র বাতাসে শিশ কাটে।
সুরের লহরী এখন,
সহস্র মুখো খঞ্জরের সুতীক্ষ্ণ ফলায়,
সময়কে ফালি ফালি করে।
এসো না বন্ধু,
প্রতিশ্রুতিহীন সময়ের এ অগ্নিগর্ভ  দোলা চালে।
অবহেলার তীব্র ছোবলের লাল রক্ত এখন,
অভিমানী আকাশের নীল পাড়ে।
উচ্ছল হৃদয়ের স্পন্দন এখন,
মৃত্যুর তীব্র যন্ত্রণায় তাপড়ে ফিরে।
এসো  না বন্ধু,
কি বা প্রয়োজন এখন, সহাস্য এ করুণার
এসো না কখনো,
এসো না আর।
===================