রক্ত-শিমুলের মুগ্ধতা ছড়ানো
চৈত্রের তপ্ত দুপুর,
মুক্তির রক্তাভ ভালোবাসায়
চুপিচুপি বাজে উচ্ছ্বাসের নূপুর ।


সে এসেছে, সে এসেছে
মন ছুঁয়ে গেছে স্তব্ধ বাতাসে,
ছোট্ট নদীর শুষ্কতায়
কাল মেঘের  টুকরো ভাসে আকাশে।


ঈশান কোণ দাপিয়ে বেড়িয়ে
উঠল ঝড় অপার আনন্দে,
ঘুরে ঘুরে ফেরে অন্তরের অলিন্দে
থামল তান্ডব সব সুধা নিয়ে সানন্দে।


খুঁজে পাওয়া যায় তাকে
কয়েক ফোঁটা বৃষ্টির মাঝে,
তার সাথে প্রথম দেখা
প্রাণের তরঙ্গে শিমুল সাজে ।