রক্তিম রবির বিচ্ছুরিত আভায়
আকাশ আজ বড় নির্মল সুন্দর
চিরআনন্দের মৃত্যুঞ্জয়ী প্রভায়
মনে জাগে বহু নবজাগরণ, আকর্ষিত অন্দর ।  


উদাসী বাতাস ফিরে ফিরে চায়
কানে কানে বলে যায়, ‘এই তো আমি’  
রাঙা হয়ে ওঠে অসংখ্য রাগ, রাগিণী বায়  
খুশীর আবেশে হাসির আবিরে সেই অন্তর্যামী ।  


বাঁধন-ছেঁড়া মুগ্ধ চোখের আলোয়
পাতার মর্মরে গাঁথে অপরূপ নবীনতা
জীবন দোলা মহিমান্বিত করে ছন্দ-হৃদয়  
রবি, এনেছ আজ প্রাণের সজীবতা ।।


                   ***


( আজ পঁচিশে বৈশাখ । আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন । তাঁর প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা । }