ঐ দেখ লেবুগাছে টুনটুনি পাখিটা
দেখা যায় পাতাফাঁকে ঐ তার ঠুঁটিটা
একা নয় দলবল সংসার পেতেছে
দূর দূর থেকে এসে গাছমাঝে সেজেছে l
ছোট ছোট কত টুনি রঙ তার বাহারি
কিচমিচ করে শুধু সুন্দর আহারি !
চঞ্চল ছট্পটে লাফ ঝাঁপ করে যা
খেলা করে কাজ করে গুরুজন বলে যা l


চালাক তো নয় সে বোকামির হদ্দ
চিৎকার করে করে নিজে হয় জব্দ l
বাসা বোণে ঠোঁট দিয়ে জুড়ে পাতা কায়দায়
কীট পোকা কেঁচো মধু মৌমাছি খাইদাই l
বুক পেট সাদা তার ডানাজোড়া জলপাই
ঋতু ভেদে রঙ তার ঘন ঘন পাল্টায় l
কালো কালো দাগে দেখ লেজ তার কি খাড়া
মিলেমিশে বাঁধে ঘর নেই কিছু বাঁধাধরা l