অলীক অম্লান হাসি দিয়ে কাড়ো দৃষ্টি,
ভালোবাসাহীন মন যেন ঘোলা জল।
মন ভেজে কোথা সেই শ্রাবণের বৃষ্টি?
আগাছা পূর্ণ হৃদয় অসীম-অতল।
তোমার কুন্তল রাশি পুবের সমীরে,
উড়ে উড়ে সুখ আনে পাখির ডানায়।
ফুলের সুবাস বয় এ হৃদয়ে ধীরে,
ভুল পথে  দিয়ো না পা এ মন জানায়।


আমার চলার পথে রোজ এসে এসে,
শাড়ির আঁচলখানি হাওয়ায় ভাসাও।
হরিণ নয়নে শুধু যাও বাঁকা হেসে,
সম্মুখে না এলে কেন এ মন রাঙাও?
কেন মিছে ছল করে হাসি দিয়ে যাও?
কুসুম হৃদয়ে কেন কন্টক ফোটাও?


২৫/১১/২০২১ ইং