হঠাৎ এক ঝলক দেখলাম তোমায়,
আকাশনীলা লালপেড়ে বেনারসি শাড়িতে--
আগের মতোই অবিন্যস্ত কুন্তলরাশি,
হাস্যোজ্জ্বল ভঙিমায় শান্ত পদক্ষেপে,
একটি ফুটফুটে বাচ্চার হাত ধরে হেঁটে যাচ্ছ
আগামীর পথে--
কূল ভাঙা নদীর মতো গন্তব্যহীন অনন্ত পথে আমি,
ঘরহারা, দিশেহারা ব্যাকুল পথিক--
একটু হ্যালো বলার দুর্দমনীয় ইচ্ছাটাকে দমন করলাম--
কী হবে বেদনার গুরুভার বাড়িয়ে--!!
হয়তো ছন্নছাড়া উসকো-খুসকো আমাকে দেখে
তোমার মনে বয়ে যাবে কাল বোশেখী ঝড়,
নয়তো আগের মতোই মুচকি হেসে বলবে,
পাগল একটা--!
তার চেয়ে এইতো বেশ আছি, একাকী জীবন--!!
দায়-দায়িত্বহীন উড়নচণ্ডী জীবন--!!


তোমার অভাবে যৌবন হারিয়েছে
ফাল্গুনের পূর্ণশশী--
আত্মা ছাড়া বোহেমিয়া জীবনে সে মূল্যহীন--
মাঝিহীন নৌকোর মতো ছুটে চলছি
গন্তব্যহীন অজানায়--
গনগনে রোদ গায়ে লাগে না আর,
তোমার অভাবের যন্ত্রণার চেয়ে
তার পোড়াবার ক্ষমতা বেশি নয়--
ভাবনা করার কেউ নেই বলে
নিশ্চিন্ত মনে ঘাসের সবুজ গালিচায় শুয়ে
মাঝে মাঝে দেখি আকাশের মরাচাঁদ,
কখনো ওভাবেই অঘোরে ঘুমিয়ে কাটে রাত,
কখনো আবার জাপটে ধরে নির্ঘুম অবসাদ--


০২/০৩/২০২১ ইং