আঁধারে হাঁটলে প্রকৃতির অদেখা রূপ দেখা যায়,
আঁধারে হাঁটলে প্রকৃতির অশ্রুত গান শোনা যায়।
আঁধারে হাঁটলে নিজেকে নতুন করে চেনা যায়,
আঁধারে হাঁটলে বিস্মৃত কষ্টসুখ ফিরে পাওয়া যায়।


আঁধারে হাঁটলে জোনাকির সাথে কথা বলা যায়,
আঁধারে হাঁটলে ঝিঁ ঝিঁ পোকার গল্প শোনা যায়।
আঁধারে হাঁটলে আঁখির অন্তঃস্থ আলো পথ দেখায়,
আঁধারে হাঁটলে জন্ম মৃত্যুর পূর্বাপর দৃশ্য দেখা যায়।


ঢাকা
২৫ নভেম্বর ২০২১