ডাকবাক্সটাতে ঘুন ধরেছে বহুকাল আগে,
ঝুরঝুরে সব গুঁড়ো পড়ে থাকে তার নীচে,
তবু সেটা কিছু চিঠি আঁকড়ে রাখছে বুকে,
প্রেরকের ঠিকানা খুঁজতে যাওয়াটা মিছে।


ডাকপিয়নটার যাতায়াত আজ অনিয়মিত,
তার সাইকেলটার ক্রিং ক্রিং আর শুনিনা।
তবুও আসছে কোথা থেকে চিঠি অবিরত,
কে পাঠাচ্ছে চিঠি হরদম তাতো জানিনা!


চিঠির লেফাফাটা অতি সুন্দর মনোরম,
গোলাপের কলি যেন কথা কয় হেসে হেসে।
কার এসব মুক্তো এটুকু জানতেই যত ভ্রম,
হাতের লেখাগুলো কোথা যায় যেন ভেসে!


ঢাকা
১৫ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।