মানুষের এই মন, পানির মতোন;
ঠাণ্ডা হতে হতে হয় কঠিন বরফ,
পুড়তে পুড়তে হয়ে যায় অলৌকিক হাওয়া।
পুনঃপুন ফিরে আসে উত্তাল সাগরে
বৃষ্টির জলধারায়, ভালোবাসা পাওয়া!


পরস্পরে ছুঁয়ে থাকে জড়াজড়ি হাত,
তবুও দূরত্ব বাড়ে কম্পিত হৃদয়ে;
আড়ালে আবডালে ডাকে মুখরিত স্বরে।
প্রবল বর্ষণ চেয়ে অতৃপ্ত চাতক
বেদনায় কেঁদে যায় দিন-রাত ধরে।


২৫/০২/২০২০
মিরপুর, ঢাকা।