গ্রামের মেঠো পথ ধরে
বকুল ফুলের গন্ধ নিতে নিতে
পৌঁচালাম খোলা মাঠে ৷
ভাদ্র মাসের শেষে
গর্ভবতী শস্যভূমি
শ্যামলিমা সৌন্দর্যভরা
খুশীতে উন্মাদ হয়ে
হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে ৷৷
কিছুদিন পরে বিয়বে সে
আনন্দে ভরেছে আকাশ বাতাস ৷
সোনা রৌদ্দুরে সোনা ফসল
আলো করে ভরে যাবে
মাঠের পর মাঠ ৷৷
                            মনে তার শিহরণ
প্রানে তার জাগরন ৷
লাজে ভরা মুখখনি
সোহাগে নুইয়ে পড়ে মাথা
এপাশ ওপাশ ৷৷
তুমি না বিয়লে
কে জোগাবে খাদ্য জগৎবাসীরে ৷
তুমি যবে বন্ধ্যা হয়ে যাও
ক্ষুধার্তের হাহাকারে ভরে যায় ধরা ৷৷