জগত মাঝে সব মানুষই  
কিছু একটায় দুষ্ট
দুষ্টবিহীন কেউ বেশীদিন
রয় না তেমন তুষ্ট।


প্রভাবদুষ্ট মানুষ যারা
হয় ভালো বা মন্দ
ভালোর প্রভাব ভালো ঘটায়
খারাপ ঘটায় দ্বন্দ্ব।


অনেক মানুষ দাবী করে
তারা প্রভাবমুক্ত
কূপের ব্যাঙের মত তারা
রয় না কোথাও যুক্ত।


নিজের স্বভাব নিজেই রেখে
হয় সে স্বভাবদুষ্ট
হয় না নিজে, করেও না সে
অন্য কারেও তুষ্ট।


স্বভাবদুষ্ট মানুষ তুমি
বড়ই স্বার্থপর
হতে ভালোয় প্রভাবদুষ্ট
খোলো ওই অন্তর।