সেদিন তুমিই বলেছিলে ঠিক -
        উল্টো শুধু ভাবনাগুলো আমার
তোমার চোখে স্বপ্ন যখন ওঠার
        আমার কথায় গল্প শুধু নামার।


তুমি যখন দাঁড়িয়ে ওই দিকে
        দেখো দুটো রাস্তা গেল মিশে
এদিক থেকে দ্বিভাগ হওয়া দেখে
        আমি তখন হারিয়ে ফেলি দিশে।


পূব আকাশে দেখে রঙিন আলো
        সম্ভাবনার স্বপ্ন-ডানা মেলো
পশ্চিমে সেই একই রঙের মাঝে
        দেখি নিঠুর দিনখানা কার গেল।


তুমি যখন দেখো কাদার মাঝে
        রহস্যময় ফুটন্ত বুদবুদ
আমি তখন বন্ধ চোখে খুঁজি
        ভাতের গন্ধে ফেনের মাঝে খুদ।


তুমি যখন ছন্দ সুরে বাঁধো
        খ্যাতির অহংকারে পুরস্কার
আমি তখন ওজন-মূল্যে মাপি -
        দূর হবে কি ভাতের হাহাকার?