ভাবনা


কূল হারা এক নদীর তীরে
ভাবছি অনেকক্ষণ বসে
কি করে হায় !
দেশ রক্ষা করা যায় ।
অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে
ভিন-দেশীদের তরে
নাকি ভালবাসায় ভুলিয়ে দিয়ে
গলা জড়িয়ে ধরে ?
দরাজ কন্ঠে কটু কথায়
ডাকবো তাদের নাম
নাকি মুঞ্জুল সুরে ধীর ভাষায়
গাইবো মিলের গান ।
অফোঁটা এক ফুলের বনে
ভাবছি অনেকক্ষণ বসে
কি করে হায় !
মায়ের ভাষা রক্ষা করা যায়।
বীর- সৈনিক বৈরী সেজে
হানিয়ে আঘাত দেশে ?
নাকি বাংলার তনয় কমল মনে
এক নিপুণ পরিবেশ ।।