বৃষ্টি থেমে গেলে
ছাতা বুঝা হয়ে যায়।
স্বার্থ ফুরিয়ে গেলে
আপন মানুষ পর হয়ে যায়।
মধু ফুরিয়ে গেলে
ভ্রমরা ডালে বসেনা।
অর্থ ফুরিয়ে গেলে
বন্ধুরাও কাছে আসেনা।
অভাব দেখা দিলে
কাছের মানুষ দূরে সরে যায়।
বিপদ কাছে এলে
চেনা মানুষ অচেনা হয়ে যায়।
দুঃখ মনে এলে
সুখের পায়রাগুলি উড়ে চলে যায়।
মৃত্যেু ঘনিয়ে এলে
জীবন থমকে যায়।