আগুন, বারবার ডেকেছ।
বহ্নিপতঙ্গ প্রাণ তাই দুর্নিবার আকর্ষণে
ঝাঁপ দেব। তারপর?
পুড়ে ছারখার।


হে সমুদ্র! মমতা অশেষ,
আঁচল পেতেছে তাই শান্তির গভীরলতায়
ডুব দেব। তারপর?
সব শান্ত।


ধূসর আকাশ,
চোখ মেলে চেয়েছে আমায়-
পাখির ডানায় উড়ে যাব - এইবার
মন নীল হোক।


সমুদ্র, আকাশ চিরদিন -
দুচোখে এসো ফিরে ফিরে।
বেদনার অশ্রু
তৃতীয় নয়ন খুলে ঝরাক আগুন -


আজ বোধনের দিন।
আগুনের প্রতিশ্রুতি নিয়ে
আমিও যে দেবীত্বের দাবীদার।