ক্ষমতার দম্ভে আত্মহারা মোরা
ভুলে যাই সৃষ্টি কর্তার গড়া এ ধরা,
ধনীরা আজ ক্ষমতার জোরে ধরাকে ভাবছে সুরা
গরীবেরা আজ কষ্টে গ্লানিতে নীতি হারা।


ক্ষমতার দম্ভে আত্মহারা মোরা
নীতে নৈতিকতার হয়েছে বালাই সারা,
সত্যের অপলাপে মিথ্যারা চলছে মহড়া
কোথায় গেলে শান্তি মিলবে তার নেই কোন সাড়া।


ক্ষমতার দম্ভে আত্মহারা মোরা
আবাল বৃদ্ধ বনিতা, কারো নেই নৈতিকতার সাড়া,
নেতার হাতে জনতার অধিকার আজ মরা
কোথায় গেলে মিলবে মোদের সত্যের ছড়া।