মানুষ আজ অবরুদ্ধ
তা নিয়ে নানা জন অতি ক্ষুব্ধ,
হাজার কালের বেদনা যেন রুদ্ধ
মনের ভয়ে আমরা ঘরে আবদ্ধ।


মানুষ আজ অবরুদ্ধ
চলছে কামান, বন্দুক সৈন্য হীন যুদ্ধ,
প্রকৃতির খেয়ালে আমরা ঘরে বদ্ধ
করোনার প্রভাবে চারিদিক স্তব্ধ।


মানুষ আজ অবরুদ্ধ
চিন্তার স্বাধীনতা আর বিবেকের কাছে বাক রুদ্ধ,
তাইতো প্রকৃতি আজ আপন খেলায় অতি রুদ্র
সব ভুলে মানুষ হবে একদিন একতা বদ্ধ।