গরীবের ঈদ মানেই কষ্ট
সন্তানকে জামা কাপড় না দেবার কষ্ট,
টাকার অভাবে ভাল রান্না না করার কষ্ট
বউকে নতুন কাপড় আর গহনা না দেবার কষ্ট।


গরীবের ঈদ মানেই কষ্ট
অতিথিকে ভাল খাবার না দেবার কষ্ট,
মনের ভিতর জমাট বদ্ধ নানা কষ্ট
আশে পাশের লোকজনের টিপ্পনির কষ্ট।


গরীবের ঈদ মানেই কষ্ট
পদে পদে ক্ষণে ক্ষণে নানা কষ্ট,
কষ্টের মাঝে সৃষ্টি আরো নানা কষ্ট
না মরা পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট।