নদীর নামটি যমুনা
দুই তীর শুধুই দুঃখের নমুনা,
ভাঙ্গা আর গড়াই তার কামনা
হিমালয়ের কৈলাস হতে বঙ্গোপসাগরে তোমার নমুনা।


নদীর নামটি যমুনা
ভারতের বঙ্গপূত্র হয়েছে বাংলার যমুনা,
সৃষ্টি রসে নেইকো তোমার তুলনা
সৃষ্টিতে ১৮৬২ সালের ভূমি কম্পের নমূনা।


নদীর নামটি যমুনা
১৮৭২ সালের বন্যায় সৃষ্ট নমুনা,
তার পূর্বে তোমার অস্তিত্ব ছিলনা
ভাঙ্গানে তোমার নেইকো কোন তুলনা।