চাকরী ছেড়ে পড়তে চায় মন
বন্ধুরা বলে আঁতেল আমার মন,
মনে মনে হাসি পায়ে অনুক্ষণ
কখন যে কি করি তাই ভেবে কাটে ক্ষণ।


চাকরী ছেড়ে পড়তে চায় মন
এ যে পাগলা মনের প্রহসন,
নতুন চিন্তা উঁকি দেয় সারাক্ষণ
প্রশমনে চলে নতুন মোটিভেশন।


চাকরী ছেড়ে পড়তে চায় মন
তাইতো টাকা ছাড়া এ জীবন,
অনেকে পড়াশুনাকে অবহেলা করে সারাক্ষণ
শুভক্ষণের ফাঁকিতে বাঁধা এ জীবন।