লজ্জা, ভয়, সংশয়
এই তিন থাকতে নয়,
কাজ করতে লজ্জা নয়
কাজেই জয়ী হওয়া যায়।


লজ্জা, ভয়, সংশয়
এসব জীবনের সাথে রয়,
ভয় কেন জীবনে হয়
দীনতা, মীনতা আর হীনতায় ভয় হয়।


লজ্জা, ভয়, সংশয়
এসব পদে পদে হয়,
সংকল্প থাকলে নাহি হয় সংশয়
সৎ কাজের সাহসে সংশয় ধ্বংস হয়।