সন্তান মানে সমীকরণহীন বন্ধন
যার জন্য কাঁদে জীবন মন,
চাকরের পেশায় কাজের নেশায় মন
কখন যে উঁকি দেয় নিয়তির ঘূর্ণন।


সন্তান মানে সমীকরণহীন বন্ধন
বাবার কৃষি ছেড়ে চাকুরীতে মন,
কর্তার মন জোগাতে ব্যস্ত সারাক্ষণ
দিন শেষে সন্তানের জন্য কাঁদে মন।


সন্তান মানে সমীকরণহীন বন্ধন
সুখে অসুখে চাই যে তাকে সারাক্ষণ,
নিয়তি রাখে দূরে ঠেলে সনের পর সন
হে প্রভূ, সন্তান যেন কাছে পাই সারাক্ষণ।