কেরানী বাবুর জীবন বড়ই বিচিত্র
হাড়ভাঙ্গা খাটুনি আর ধমক খাওয়াই যে অতি পবিত্র,
সকালে সুখ তো বিকালে নতুন চিত্র
হাজারও চরিত্রের মানুষ যেন তার শত্রু-মিত্র।


কেরানী বাবুর জীবন বড়ই বিচিত্র
কর্তার কথায় র্নিমিত হয় তার চলচিত্র,
উপর নিচের কর্মচারীরা দোষ ধরায় বিচিত্র
কপালের বলিরেখা তার সদা চরিত্র।


কেরানী বাবুর জীবন বড়ই বিচিত্র
দু-চার পয়সা কামাই হলে বুজে তার নেত্র,
সামলাতে গিয়ে হৃদপিন্ডের পরিবর্তিত ক্ষেত্র
কৌশল আর বুদ্ধিতে চানক্যের নতুন ক্ষেত্র।