মরছি সবাই মশার জ্বালায়
দিনে কিংবা রাতের বেলায়,
স্বস্তি সদাই পালিয়ে বেড়ায়
কষ্টটা যে গরীবকে ঠেলায়।


মরছি সবাই মশার জ্বালায়
নেতারা যে মশক তাড়ায়,
সংসদ কিংবা মঞ্চ মেলায়
বিষের টাকা ভাগ করে রাতের বেলায়।


মরছি সবাই মশার জ্বালায়
হুশ নেই মোদের কাজের বেলায়,
নেতারা সব পালিয়ে বেড়ায়
কখন দাঁড়াতে হবে কাঠগড়ায়।