নারী তুমি কন্যা,  জায়া, জননী
সৃষ্টি কর অনন্যা ধরণী,
তোমার তুলনা শুধু তুমি জননী
ধ্বংসে তুমি চপলা হরিণী।


নারী তুমি কন্যা, জায়া, জননী
কৌশলে তুমি সিদ্ধ তরুণী,
কষ্টে তুমি নিদুনা জননী
বাকপটুতায় চতুর ঘরনী।


নারী তুমি কন্যা, জায়া, জননী
ছলে বলে কৌশলে উদ্ধারিনী,
কখনও বা অবলা তরুনী
তোমার তুলনা শুধু তুমি জননী।