পুরস্কারটি হাতে নিয়ে যখন
মৃদু হাসি আর লাজুক মুখে বললে,
তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি,
বাকি সবাই তোমার প্রেরণাদাত্রী।
নিজের মনের সুখের কথা
ভাষণ দিলে নিজের কন্ঠে।
বললে,এ সম্মান তোমার যোগ্য
ভরালো মন, অভাগার বক্ষ।
নিজেকে রাখলে সবার উচ্চে
সবার শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে।
কিন্তু এ দেশ ভূমির চেয়ে-
কেউ কি শ্রেষ্ঠ হতে পারে?
আকাশের মত বিরাট হৃদয় আর
সূর্যের সোনালী আলোর রোশনাই
আছে কি সত্যি এই বিশ্বের
কোন মানুষের হৃদয় মাঝে?
তবুও সব মানুষেরা বলে
'শ্রেষ্ঠ আমি' 'আমিই সেরা'
যা শুনে প্রকৃতিরা হাসে
তাও নিজেকে করো প্রমাণ!
সামান্য নদীর স্রোতে যখন
হারিয়ে যাবে তুমি
তখন নিজেকে মনে হবে,
আমি কি সত্যি সবার শ্রেষ্ঠ।