ভালোবাসার ক্ষেত্রে মানুষের মন হয় পাগলা ঘোড়া,
বিবেক নামে লাগাম দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যায় না।
ভালোবাসা হলো এক অন্ধ সতন্ত্র অনুভূতির নাম,
যে কিনা কালো ধলো শিক্ষিত অশিক্ষিত দেখেনা।


ভালোবাসা হলো চির স্বাধীন চির নির্ভীক অম্লান,
যে কিনা হলো এক অদৃশ্য পবিত্র কিছুর নাম।
ভালোবাসার রাজ্যে রাজা প্রজা সবাই হয় সমান,
একমাত্র প্রকৃত প্রেমিকই দিতে পারে যার ন্যায্য দাম।